Photo Sonaimuri 31.08.16
সোনাইমুড়ী প্রতিনিধি:

সোনাইমুড়ী উপজেলার ৪ নং বারগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে সন্ত্রাস, মাদক ও জঙ্গি প্রতিরোধে মতবিনিময় সভা বুধবার সকালে কাশিপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বারগাঁও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়দেব কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কাশিপুর মোহাম্মদীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন সবুজ, সাবেক সিনিয়র শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম, বারগাঁও ইউপি আওয়ামীলীগ সভাপতি ইয়াসিন মাস্টার, সাধারণ স¤পাদক সামছুল আলম।