200204panite_dube_kalerkantho_pic
নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে পানিতে ডুবে সাজেদা ইয়াছমিন প্রিয়ন্তি (৭) ও সারিকা ইয়াছমিন প্রান্তি (৩) নামের দুই আপন বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে লালপুর গ্রামের দুধা মিয়া হাজী বাড়ীর পুকুর থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন ওই বাড়ীর দীন মোহাম্মদ সোহাগের মেয়ে সাজেদা ইয়াছমিন প্রিয়ন্তি ও সারিকা ইয়াছমিন প্রান্তি। নিহত সাজেদা ইয়াছমিন প্রিয়ন্তি মীর আলীপুর দারুসসুপা মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

নিহতদের পরিবারের বরাদ দিয়ে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সালেহ আহমদ সোহাগ জানান, মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে প্রিয়ন্তি ও প্রান্তিকে দেখতে না পেয়ে সম্ভাব্য স্থানে খোজাখুুঁজ করে পরিবারের লোকজন। কিন্তু রাতেও তাদের কোন সন্ধান না পেয়ে স্থানীয় জেলেদের দিয়ে তাদের বাড়ীর পুকুরে জাল দিয়ে তাদের খুঁজতে থাকে। এর একপর্যায়ে পুকুর থেকে তাদের দু’জনের মৃতদেহ উদ্ধার করে জেলেরা।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বিকেলের কোন এসময় পরিবারের লোকজনের অজান্তে তারা দু’জন পুকুরে পড়ে ডুবে যায়।