_69394_24-06-15_noakhali-senbag_13661
নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী সেনবাগ উপজেলা খাদ্য কর্মকর্তা ও উপ-সহকারী খাদ্য পরিদর্শককে মারধর করার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আহত উপ-সহকারী খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, খাদ্য পরিদর্শকের দায়ের করা মামলা নম্বর ২৪, তারিখ: ৩০/০৮/২০১৬খ্রি.। মামলায় তিনি গোলাম কবির ও জাকারিয়া আল-মামুন নামে দুইজনকে এজহারভূক্ত আসামি করা হয়েছে। তবে আসামিদের কেউ এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, হতদরিদ্রদের মাঝে ১০টাকা মূল্যে চাল বিক্রির ডিলার নিয়োগ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম কবির ও উপজেলা যুবলীগের আহŸায়ক জাকারিয়া আল-মামুনের নেতৃত্বে কয়েকজন খাদ্য গুদামে অর্তকিত হামলা চালিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা দেবাশীষ চাকমা ও পরিদর্শক দেলোয়ার হোসেনকে মারধর করেন। আহত উপ-সহকারী খাদ্য পরিদর্শক দেলোয়ার বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।