Noakhali RAB MISSION & YABAHA RECOVERY Photo By Reyad 29   Aug -1
নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলা পৃথক অভিযান চালিয়ে রাকিবুল হাসান রুসু (৩৪) ও কামাল হোসেন (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৬৭৯পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ২৬’হাজার ৫’শ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হচ্ছেন- নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর গ্রামের ম্যানেজার বাড়ীর নূর মোহাম্মদের ছেলে রাকিবুল হাসান রুসু ও সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামের আবুল খায়েরের নতুন বাড়ীর আবুল খায়েরের ছেলে কামাল হোসেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর গ্রামে অভিযান চালায় র‌্যাব। এময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান রুসু পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব তাকে ধাওয়া করে আটক করে। এসময় তার দেহে তল্লাশী চালিয়ে ২৭৯পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৫’হাজার ৫’শ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পরে আটককৃত রুসুর দেওয়া তথ্যমতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারের আমানিয়া হোটেল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কামালকে আটক করা হয়। এসময় তার দেহে তল্লাশী করে ৪’শ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২১’হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে জেলার সুধারাম ও বেগমগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।