Noakhali MP Kiron

নিজস্ব প্রতিনিধি:

নোয়খালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ মেডিসিন কাব ইউনিটের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গরীব, অসহায়-দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ ও আয়রন-ফলিক এসিড ট্যাবলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ কর্মসূচি উদ্বোধন করেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।

এসময় উপস্থিত ছিলেন, আমাউমেক অধ্যক্ষ প্রফেসর আব্দুস ছালাম, স্বাচিপ নোয়াখালীর সাধারণ সম্পাদক ডা.মাহবুবুর রহমান, বি এম এ নোয়াখালীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা.ফজলে এলাহী খান, স্বাচিপ আমাউমেক শাখার আহবায়ক ডা.আবু নাসের, মেডিসিন কাব আমাউমেক সভাপতি বিপ্লব দাস ও সাধারণ সম্পাদক শুভ তালুকদার। উপস্থিত অতিথিবৃন্দ মেডিসিন কাবের এ কর্মসূচিকে সাধুবাদ জানান এবং উৎসাহ প্রদান করেন।

প্রসঙ্গত, মেডিসিন কাব, মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি শিক্ষা ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। উক্ত সংগঠনের আমাউমেক ইউনিট নোয়াখালীস্থ অসহায় রোগীদের মাঝে রক্ত সরবরাহ, থ্যালাসেমিয়া শিশুদের বিনাশর্তে রক্তদান সহ স্বাস্থ্য ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।