14067877_851625984975068_2448190473766629647_o

মিডিয়া:

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নোয়াখালীনিউজ ডটকম ডট বিডির সম্পাদক, ফোকাসবাংলার নোয়াখালী ও দৈনিক মানবকন্ঠের কোম্পানীগঞ্জ প্রতিনিধি শরফুদ্দীন শাহীন। শুক্রবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীর হোয়াইট হল পার্টি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

সাংবাদিক শাহীন কোম্পানীগঞ্জ উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. সেলিম উদ্দিন’এর বড় ছেলে ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা।

14138677_851625684975098_4215447249573061867_o

শরফুদ্দীন শাহীনের স্ত্রী সূবর্ণা রাবেয়া নোয়াখালী আইন কলেজের ছাত্রী ও জেলার সুবর্ণচর উপজেলার চরবৈশাখী ইউনিয়নের মো. রুহুল আমিনের মেয়ে। বিবাহ অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল’সহ দুই পরিবারের ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন।