Companigonj Noakhali Pic_24_08_2016 (3)

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের ‘পিস’ স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ডে করালিয়া এলাকায় অবস্থিত পিস স্কুলে তালা ঝুলিয়ে দেয় প্রশাসন।

জানা গেছে, গত কয়েকদিন থেকে পিস স্কুলের সাথে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে অন্য নামে স্কুল চালানোর বিষয়ে কথা বলছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় চক্রবর্তী পিস স্কুলে ঢুকে কাঠের ১২টি চেয়ার, স্টীলের ১৭ টি চেয়ার, সাইন বোর্ড ১৭টি, টেবিল ৩টি, সাদা বোর্ড ১টি পিক আপ ভ্যানে করে থানায় নিয়ে যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বী জানান, পিস স্কুলটি বেশ কিছুদিন ধরে কর্তৃপক্ষ বন্ধ রেখেছে। এখন তারা অন্য নামে স্কুলটি চালু করার পায়তারা করছে। এমন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টেবিল-চেয়ার থানায় নিয়ে আসা হয়েছে। যেন পরিচালনা কমিটি অন্য নামে স্কুলটি পুনঃরায় চালু করতে না পারে।

জিকেরাহাত/নোয়াখালীরপাতাডেস্ক/২৫আগস্ট২০১৬