নোয়াখালী | তারিখঃ August 24th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 438 বার

হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ও তমরদ্দি ইউনিয়ন থেকে শাহেনা আক্তার (১৮) এবং জোসনে আরা খুঁকি (২০) নামের দুই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতদের স্বামীসহ শশুর বাড়ীর লোকজন পলাতক রয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে নিহতদের মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হচ্ছেন- উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের আজাহার উদ্দিনের স্ত্রী শাহেনা আক্তার ও তমরদ্দি ইউনিয়নের বটতলী গ্রামের মো. সুমন উদ্দিনের স্ত্রী জোসনে আরা খুঁকি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ীর লোকজন শূন্যেরচর গ্রামের আজাহার উদ্দিনের স্ত্রী শাহেনাকে ঘর থেকে বের হতে না দেখে ঘরের ভিতরে যায়। এসময় তারা শাহেনার শয়ন কক্ষের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় সময় শাহেনার স্বামী আজাহার তাকে মারধর করতো বলে জানান স্থানীয়রা।
এদিকে, দুপুর স্থানীয় লোকজন বটতলী গ্রামের সুমনের স্ত্রী জোসনে আরা বেগমকে তাদের ঘরের আড়ির সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
শাহেনা ও খুঁকিকে তাদের স্বামীদের সহযোগিতায় শশুর বাড়ীর লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে দাবী করে নিহতদের পরিবার।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, নিহতদের শরীরে অনেকগুলো আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
জিকেরাহাত/নোয়াখালীর পাতা ডেস্ক/২৪ আগস্ট ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply