Noakhali Subarnachar HUMANCHIN FOR STUDENT HIT News 24 Aug (2) Images

সুবর্নচর প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্নচর উপজেলার চরবাটা ইউনিয়নে রাবেয়া বেগম (১৫) নামে এক স্কুল ছাত্রী ও তার পরিবারের লোকজনকে মধ্যযুগীয় কায়দায় এলোপাতাড়ি পিটিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবী করেন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের প্রধান সড়ক অবরোধ করে তারা এ কর্মসুচী পালন করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ওই সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন থেকে রাবেয়ার সহপাঠিরা এঘটনায় দোষী চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে অতিদ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় তারা এই আন্দোলন অব্যাহত রাখবে।

এদিকে আহত স্কুল ছাত্রী রাবেয়া বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মঙ্গলবার চরজব্বর উপজেলা স্বাস্থ্যকমúেøক্স থেকে নোয়াখালী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Noakhali Subarnachar HUMANCHIN FOR STUDENT HIT News 24 Aug (3) Images

প্রসঙ্গত, গত সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে চরবাটা ইউনিয়ন পরিষদ ভবনে গ্রাম্যশালিশী বৈঠকের নামে মধ্যযুগীয় কায়দায় মধ্যচরবাটা গ্রামের ছায়েদুল হক এর বাড়ির দিন মজুর মো: হানিফ এর মেয়ে রাবেয়া বেগম তার বাবা মো: হানিফ (৫০), মা খতিজা খাতুন (৪০) ও খালা শামছুর নাহার (৩৫)কে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে স্থানীয় চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।

পরে রাত ১০টার দিকে চেয়ারম্যন তার লোকজন নিয়ে পরিষদ থেকে চলে গেলে হানিফ তার স্ত্রী, মেয়ে ও শালিকাকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্যকমúেøক্স এ ভর্তি করে। এঘটনায় যাতে কোন মামলা না করার জন্য হুমকি দিচ্ছে চেয়ারম্যান।
জিকেরাহাত/নিজস্ব প্রতিনিধি/২৪ আগস্ট ২০১৬