Noakhali 6. Warranted Asami arrest News 24 Aug 2016 (1) Images

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে মোঃ হাসানুজ্জামান নামে পরোয়ানাভুক্ত ০১ পলাতক আসামীকে গ্রেফতার করছে র‌্যাব। গ্রেফতারকৃত মোঃ হাসানুজ্জামান হাতিয়া উপজেলার বড়দেল গ্রামের মৃত হাবিবুল্লাহ বাহার এর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ আগস্ট ২০১৬) দুপুরে র‌্যাব-১১ এর সিপিসি-৩, ল²ীপুর ক্যাম্পের মেজর এ এম আশরাফুল ইসলাম এর নেতৃত্বে হোসেন মার্কেটের ৪র্থ তলায় আইল্যান্ড সিকিউরিটিজ লিঃ অফিস থেকে গ্রেফতার করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নোয়াখালী এর নাঃ শিঃ নিঃ এর মামলা নং ৮৪১/১৬ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১(গ)/৩০ এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ হাসানুজ্জামান।

র‌্যাব জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ হাসানুজ্জামান জিজ্ঞাসাবাদে ঘটনা সত্যতা স্বীকার করেন। আসামীকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জিকে রাহাত/নিজস্ব প্র্রতিনিধি/২৪ আগস্ট ২০১৬