Untitled-1 copy

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ স্কুল ফুটবল ফাইনাল খেলায় দুই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সংর্ঘষে আহত হয়ছেন ১০ শিক্ষার্থী। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ছে।

স্থাণীয় সূত্রে জানা যায়, গ্রীমকালীন স্কুল ফুটবল টুনামেন্ট উপজেলা বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

রোবরাব সন্ধ্যায় উপজেলা বেগমগঞ্জ পাইলট স্কুল মাঠে গ্রীমকালীন স্কুল ফুটবল খেলা জামিদার বিএন উচ্চ বিদ্যালয় বনান মীর কাশেম উচ্চ বিদ্যালয় মধ্যকার খেলায় নির্ধারিত সময় গোল শূণ্য ড্র হয়।

পরে ট্রাইবেকারে ৫-৪ জামিদার বিএন উচ্চ বিদ্যালয় জয় লাভ করলে। প্রতিপক্ষ মীর কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্তকিত হামলা করে।

এ সময় স্কুলের শিক্ষার্থী মোতাহের হোসেন, জাহিদ হোসেন, নুরুল ইসলাম, মন্জুরল আলম, আরিফ, পারভেজ, শাহাদাৎ হোসেন ও আরজুসহ ১০জন আহত হয়।
এদিকে রাতে সাড়ে ১০টায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বেগমগঞ্জ উপজেলা মাধ্যামিক সহকারী অফিসার জাহিরুল ইসলাম, স্থানীয় রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন সেলিমসহ বিদ্যালয় শিক্ষক ও অভিবাবকরা।

উপজেলা মাধ্যামিক সহকারী অফিসার জাহিরুল ইসলাম এ ঘটনায় দূঃখ প্রকাশ করে বলেন, এধরনের ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলে তাদের দায়িত্ব অবহেলা অভিযাগ করেন স্থানীয় অভিবাবকরা।

নিজস্ব প্রতিনিধি/জিকেরাহাত/২১আগস্ট২০১৬