Companigonj Noakhali AL Pic_21_08_2016 (1)

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ ও আহতদের স্মরণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মিলাদ মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী,

পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিল আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক গোলাম ছরওয়ার, পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চেয়ারম্যান হাজী সফি উল্যাহ,

নজরুল ইসলাম শাহীন, ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম তানভীর, সহ-সভাপতি সাইফুল হাসান রনি, পৌরসভা ছাত্রলীগের সভাপতি শওকত আজিম জাবেদ, সাধারণ সম্পাদক গোলাম হায়দার সুজন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্না, ছাত্রলীগ নেতা নুরে মাওলা রাজু প্রমূখ।

কোম্পানীগঞ্জ প্রতিনিধি/পাভেল/নোয়াখালীর পাতা ডেস্ক/২১ আগস্ট ২০১৬