Noakhali National Model College News 20-08-2016 (2) imges

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা বোর্ডে এইচ.এস.সি পরীক্ষার প্রকাশিত ফলাফলে নোয়াখালী জেলায় পাশের হারের ভিত্তিতে ন্যাশনাল মডেল কলেজ শীর্ষ স্থানে রয়েছে।

২০১৬ সালে কলেজের পাশের হার ৯৫% যা নোয়াখালী জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার।

প্রথম বারের মত কলেজ থেকে অংশ নেয়া ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৫৭ জন।

২০১৪ সালে নোয়াখালীর জেলা শহর মাইজদিতে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠানটি এভারেই প্রথম এইচ.এস.সি বোর্ড পরীক্ষায় অংশ গ্রহন করে।

প্রথম বছরেই ন্যাশনাল মডেল কলেজ কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

প্রথম বছরেই অভাবনীয় সাফল্য অর্জন করায় কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. ওবায়েদ উল্যাহ কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

ভালো ফলাফলের বিষয়ে কলেজ অধ্যক্ষ বলেন- আমাদের কলেজে নিয়মিত ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দূর্বল শিক্ষার্থী বাছাই করে আলাদা স্পেশাল ক্লাস ও নিয়মিত মনিটরিং করা হয়। এছাড়া শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার কারনেই এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

ভবিষ্যতে ধারাবাহিকতা ধরে রেখে আরো ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়েদ উল্যাহ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।