Noakhali Sisu Death 15.8.2016  Images  (2)

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী ডিবি রোড়ে এক ভয়াভয় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত ৩টায় হঠৎ করে একটি শ্রী রাম কৃষ্ণ মিষ্টি ভান্ডর নামে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয় এবং মূহুর্তের মধ্যে আগুন ছড়ি পড়ে।

খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে ফেনি, লক্ষীপুর, সোনাইমুড়ী ও মাইজদি থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়।

Noakhali Sisu Death 15.8.2016  Images  (4)

ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা জানান, প্রায় ৩৫ টি দোকান পুড়ে যায় এতে পায় ৫০ কোটি টাকার মালামাল পুড়ে যায়। গ্যাস সঞ্চাল লাইন থাকায় কারণে আগুনের ব্যাপকতা বৃদ্ধি পায় ।

চৌমুহনী ফায়ার সার্ভিস এর ষ্টেশান অফিসার মো. সালাউদ্দিন জানান দোকান গুলের মধ্যে ইলেক্টনিক্স, ইলেকটিক, মেডিসিট, হোটেল, ব্যাকারী, ডেউটিন মোবাইল ও আড়ৎ ছিল।