Noakhali Pic-13-08-16

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দ্বীপ সরকারি কলেজে গতকাল শনিবার বেলা ১১ টায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন স্থানীয় এমপি আয়েশা ফেরদাউস।

উদ্বোধন শেষে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ দেবব্রত দাস গুপ্ত’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আয়েশা ফেরদাউস।

বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. মঈন উদ্দিন, মেয়র ইউছুফ আলী। আরো বক্তব্য রাখেনব অধ্যাপক তাবির আহম্মেদ, সাংবাদিক কৃঞ্চ মজুমদার প্রমূখ।

প্রধান অতিথির বক্ত্যেবে এমপি বলেন,বই পড়া ও প্রযুক্তির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিবেককে জাগ্রত করতে হরে। তারা যেন কোন খারাপ কাজ না করে, জঙ্গিবাদ থেকে দূরে থাকে।

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় ছাত্র-ছাত্রীদেরকেই এগিয়ে আসতে হবে। জিজিটাল ল্যাবে ১৭ টি কমপিউটার, ১ টি প্রজেক্টর, ১টি রাওডার, ১ টি স্ক্যানার ও একটি পৃন্টারসহ অন্যান্য জিনিসপত্র দেয়া হয়।