DSC_0061
নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে আজ ১১ আগস্ট সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও জনসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়। পরে উপাচার্য সকলকে সঙ্গে তার বাংলো সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর সরকার, সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফা সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।