IMG_1315 copy

নিজস্ব প্রতিনিধি:

চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহানা আক্তার নয়ন এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ করেন ভুক্তভুগি এলাকাবাসী। নয়ন মেম্বার বিএনপি নেতা সালাহ উদ্দিন কামরান ও স্থানীয় নেতা ধনু মিয়ার আর্শীবাদে সব ধরনের অন্যায় করে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত লোকজন জানায়, রেহানা আক্তার নয়ন মেম্বার মাতৃকালীন ভাতার জন্য ওয়ালি মিয়া বাড়ির শারমিনের কাছ থেকে ৩০০০ (তিন হাজার) টাকা দাবী করেন। একই এলাকার জাংকুর মেয়ে তাছলিমার মাতৃকালীন ভাতার ৬০০০ (ছয় হাজার) টাকা জালিয়তি করে সোনালী ব্যাংক থেকে তুলে নিয়ে যায়। শংকরপুর টুকু আলি মিছাব বাড়ির শহিদুর রহমানের মেয়ে সুফিয়ার বয়স্ক ভাতার টাকা সই জাল করে ব্যাংক থেকে তুলে নেয়।

এছাড়াও নয়ন মেম্বার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরীব অসহায়দের ঘর তৈরীর ফরম পূরন বাবত ৫০০ টাকা করে আদায় করে। তার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি মাতৃকালীন ভাতা থেকে বই ববত ৭০০ (সাত শত) টাকা করে আদায় করেন। বিধবা ও বযস্ক কার্ড দেয়ার নামে ২০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত আদায় করেন।

অভিযোগ সম্পর্কে নয়ন মেম্বার বলেন, তিনি এ ধরনের দূর্ণীতির সাথে জড়িত নন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবরাউল হাসান মজুমদার বলেন, তিনি রেহানা আক্তার নয়ন মেম্বারের দূর্নীতি ও অনিয়ম সম্পর্কে অবগত নয়। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

(ধারাবাহিক ৩ পর্বের ১ম পর্ব)