নোয়াখালী | তারিখঃ August 8th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 444 বার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সুফিয়ানকে গুলি করে হত্যার তিনদিন পর থানায় মামলা দায়ের হয়েছে। রোববার রাতে যুবলীগ নেতা আবু সুফিয়ানের স্ত্রী বিবি আয়েশা বাদী হয়ে উক্ত মামলা দায়ের করা হয়।
হত্যা মামলায় বহিস্কৃত যুবলীগ নেতা আজাদ, তার ভাই আবদুল মালেক ইয়াছিন, কাজি জাহাঙ্গীর, আনোয়ার হোসেন ও জাহিদসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১৫জনকে আসামী করা হয়েছে। মামলা নং-৩, তাং- ৭/৮/২০১৬ইং।
অপরদিকে হত্যাকারী আজাদের বাড়ী থেকে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হওয়ার ঘটনায় এসআই সাইফ উদ্দিন বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছেন। মামলা নং-০২, তারিয়খ ০৫/০৮/২০১৬ইং।
এদিকে গ্রেফতার আতঙ্কে এলাকায় পুরুষ শুন্য হয়ে পড়েছে। সরকার দলীয় সমর্থক থেকে শুরু করে বিএনপি ও জামায়াতের সকল নেতা-কর্মী ও সমর্থকরা পুলিশের গ্রেফতারের ভয়ে সবাই এলাকা থেকে পালিয়ে গেছে।
প্রসঙ্গত, ৪ আগষ্ট গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারের আল সালাম হোটেলের সামনে যুবলীগ নেতা আবু সুফিয়ানকে গুলি করে আওয়ামী লীগ নেতা মারুফ হত্যা মামলার আসামী আজাদ ও তার লোকজন। পরে স্থানীয় লোকজন মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আবু সুফিয়ানকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।
ওইদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে আজাদের ভাই ইয়াছিনের ঘর থেকে একটি এলপি, ৯ রাউন্ড গুলি, ৪টি চাকু ও এলজি তৈরির সংরঞ্জাম উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছিল।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply