নোয়াখালী | তারিখঃ August 8th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 393 বার

সেনবাগ প্রতিনিধি
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্পাদায়িক অপক্তির বিরুদ্ধে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলমের নেতৃত্বে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের লোকজন। সোমবার দুপৃর ১২টা থেকে দুপুর দেড়টা ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
উপজেলা গেইটের সামনে থেকে এমপি মোরশেদ আলমের নেতৃত্বে শুরু হওয়া ওই মানববন্ধ পুরো পৌর শহরের প্রধান জুড়ে অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি চলকালে শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শত শত শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মি, বাজারের ব্যবসায়ী, সাংবাদিক ছাড়াও সর্বস্তরের লোকজন অংশ নেয়। এসময় মানববন্ধনকারী ছোট বড় শিক্ষার্ধীদের হাতে জঙ্গি বিরোধী বিভিন্ন ব্যানার ও পেষ্টুন বহণ করতে দেখা যায়। কর্মসূচি চলাকালে শহরের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় শহরের ডাকবাংলো চত্বর থেকে সেনবাগ সরকারি কলেজ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মি স্থানীয় এমপি আলহাজ্ব মোরশেদ আলমের নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্পাদায়িক অপক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি শুরু করে। মিছিলটি পুরো শহর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন আলহাজ্ব মোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা গোলাম কবির, আলী আক্কাস রতন, প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply