culturul-walks_prothom24.com_-700x438

সূবর্ণচর প্রতিনিধি:
“গণ সাংস্কৃতিক চর্চাই হোক মুক্তির সোপান” এ শ্লোগানের মধ্যদিয়ে একুশের চেতনায় নোয়াখালীর সুবর্ণচরে সমাপ্ত হয়েছে দু’দিনব্যাপী সাংস্কৃতিক পদ যাত্রা।

উপজেলার চরক্লার্ক ইউনিয়নের সোলায়মান বাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আক্তার মিয়ারহাট ভূমিহীন সমিতি আয়োজিত ১৭ ও ১৮ ফেব্রুয়ারী দু’দিনব্যাপী এ কর্মসূচী পালিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় সাংস্কৃতিক পদ যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নিজেরা করি সংস্থার বিভাগীয় সমন্বয়ক জাহাঙ্গীর আলম বুলবুল, বিভাগীয় প্রশিক্ষক সবিতা তালুকদার, অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেব নাথ, ইউপি সদস্য আহছান উল্যা, প্রভাষক সেকান্তর হোসেন, শিক্ষক ছানা উল্যা দিপক, রফিক উল্যা, ডা. মিরাজ উদ্দিন, ভূমিহীন নেতা জুলেখা খাতুন, মনোয়ারা বেগম, হুমাঈন কবির, বেলাল হোসেন প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক, অসম্প্রদায়িক সমাজ গঠনে গণ সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব দিতে হবে।

নিজেরা করি সংস্থার স্থানীয় প্রতিনিধি সুরেশ কর্মকারের সার্বিক পরিচালনায় দু’দিনব্যাপী এ সাংস্কৃতিক পদ যাত্রায় স্থানীয় শিক্ষার্থী ও ভূমিহীন সদস্যরা গণ সংগীত, দেশাত্ববোধক গান, কবিতা, কৌতুক ও নৃত্য পরিবেশন করেন এবং খাস ভূমিতে অধিকার ও নদী ভাঙ্গনরোধে ২টি মঞ্চ নাটক উপস্থাপন করেন।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পদ যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দু’দিনব্যাপী এ সাংস্কৃতিক পদ যাত্রা শেষ করা হয়।

নোয়াখালীর পাতা ডেস্ক/জিকেআরটি/২৮-০২-২০১৬