নোয়াখালী | তারিখঃ August 2nd, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 467 বার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই আহ্Ÿান জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণ্যাঢ্য মানববন্ধন ও সমাবেশ কর্মসুচী পালিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুলতান আহমেদ চৌধুরী বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুুল কাদের মির্জা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান সর্দার,
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শহীদ উদ্দিন বাবুল, বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমীর হোসেন বিএসসি, সহ-সভাপতি নুরুল আমিন, ফরিদা ইয়াছমিন মুক্তা, যুগ্ম সম্পাদক মোঃ কামাল উদ্দিন, মহিলা সম্পাদিকা নাজমা বেগম শিপা, প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম, সিনিয়র শিক্ষক আবদুর রাজ্জাক, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমূখ।
বক্তরা বলেন, যখন শেখ হাছিনা বর্তমান সরকার ক্ষমতায় থেকে দেশকে উন্নতি দিকে নিয়ে যাচ্ছে তখনই আজ ষড়যন্ত্র করেছ সন্ত্রাসীরা। কয়েকজন বিদেশীকে হত্যা করে অশাস্তি সৃষ্টি করা চেষ্টা চালাচ্ছে, শান্তির দেশকে অশান্তির করার কাজে লিপ্ত আছে। তাদের এ ষড়যন্ত্র করতে দেয়া যাবে না। কোম্পানীগঞ্জে আমরা সঅস্থানের রাজনৈতি করছি। আমাদের এ সঅবস্থায় বজায় রেখে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে কোন অপশক্তি ও ষড়যন্ত্রকারীকে অবস্থান করার জন্য দেয়া যাবে না। শিক্ষক সমাজকে কোমলমতি শিক্ষার্থীদেরকে এ বিষয়ে সচেতন করার জন্য ভুমিকা রাখতে বক্তাগণ অনুরোধ করেন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐকবদ্ধ হওয়ার আহ্বানও জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply