13866587_1759851470966066_1411832431_n

আব্দুল মোতালেব :
সন্ত্রাস নয়, শান্তি চাই সঙ্কা মুক্ত জীবন চাই এই স্লোগানে চাটখিল মাহবুব কলেজে এক মানববন্ধন হয়। আজ রবিবার সকাল ১১টার সময় মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন চাটখিল মাহবুব কলেজের ভাইস প্রেন্সিপাল আবু জাফর, রসায়ন প্রভাষক সাহাদাত হোসেন, উচ্চতর গনিত প্রভাষক বিপ্লব দাস, পদার্থ প্রভাষক রাজিব কুমার দাস, ব্যবস্থাপনা প্রভাষক জাবেদ হোসাইন,ইংরেজী প্রভাষক শুব্র এবং অন্যান্য শিক্ষক মন্ডলী।

আরো উপস্থিত ছিলেন রোভাট স্কাউটের সিনিয়র রোভারমেট মেহেদী হাসান, রোভার সাফায়েত হোসেন ছাড়াও কলেজের সকল ছাত্রছাত্রীবৃন্দ।