13843542_1723056141277340_1613495276_o

ইয়াছিন আরাফাত বিপ্লব:
“যুব সমাজের মুলনীতি, মাদক মুক্ত সমাজ চাই, সুস্থ ভাবে বাঁচতে চাই” এই স্লোগানে নোয়াখালী চৌমুহনী পৌরসভার হাজীপুর যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত মিনহাজ আহমেদ জাবেদ কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা গত ৩০ জুলাই শনিবার বিকালে চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম মিন্টু’র সভাপতিত্বে টুনামেন্টে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মহিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও ব্যবসায়ী নেতা এনায়েত উল্যাহ চৌধুরী রানা, যুবলীগ নেতা ফয়েজ আহম্মেদ সুমন, মোছলেহ উদ্দিন হৃদয়, জিয়া উদ্দিন রুবেল, ইকবাল বাহার, মঞ্জুরুল হাসান, ইব্রাহিম পাটোয়ারি সাইফুল ইসলাম, মতলব হাসান, আবদুল আউয়াল মাছুম, আলী হোসেন রুবেল।

সাইফুল ইসলাম টিপু, মো: নিজাম উদ্দিন, মো: রুবেল, হৃদয় এর যৌথ পরিচালনায় ৯নং ওয়ার্ড যুবলীগ দল কে দুই গোলে হারিয়ে জয় কাছে পৌছয়ে যায় চৌমুহনী মদন মোহন ছাত্রলীগ। পরে বিজয়ীদের হাতে টুনামেন্ট কাপ তুলে দেন অতিথিরা।

নিউজ ডেস্ক/জিকেরাহাত/০১ আগস্ট ২০১৬