Snapshot - 8

নিজস্ব প্রতিনিধি:
দেশের প্রাত্তন্ত অঞ্চলে দেশীয় পন্য মানুষের দোর গোরায় পৌছে দিতে নোয়াখালী পৌরসভা এলাকায় উদ্ধোধন হল যমুনা ইলেক্ট্রনিক্স এর এক্সক্লুসিভ শোরুমের দি ইলেকট্রিক জোনের নামে একটি প্রতিষ্ঠান।

সোমবার বিকালে ফিতা কেটে উদ্ধোধন করেন নোয়াখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র সহিদ উল্যা খাল সোহেল। এসময় উপস্তিত ছিলেন, যুমনা ইলেকট্রিকের এরিয়া ম্যানেজার মো: সোহেল তানভীর, এক্সক্লুসিভ শোরুমের স্বত্বাধিকারী আলমগীর আহমেদ প্রমুখ।

Snapshot - 9

জেলা শহরের উপজেলা পরিষদ সংলগ্ন এক্সক্লুসিভ শোরুমের যুমনা ইলেকট্রিকের সকল পণ্য এ শোরুমের পাওয়া যাবে।

জিকেরাহাত/নিজস্ব প্রতিনিধি/০১ আগস্ট ২০১৬