sinking-in-water_98700-1

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা প্রাঙ্গনে পুকুরের পানিতে ডুবে নির্মল কুমার দাস (৭) নামের এক শিশুর মৃত্যু ঘটনা ঘটে। শনিবার বিকেলে দূচ্ছিমপাড়া বারী বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামার বিয়েতে অংশগ্রহন করার জন্য তার মায়ের সাথে নানার বাড়ী দূচ্ছিমপাড়া বারী বাড়ীতে আসে নির্মল। শনিবার বিকেলে সবার অজান্তে তার নানাদের বাড়ীর পাশে পুকুরে পড়ে যায় নির্মল। নির্মলকে অনেকক্ষণ দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে পরিবারের লোকজন।

এর এক পর্যায়ে তার নানাদের পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় নির্মলের মৃতদেহ দেখতে পেয়ে তার উদ্ধার করে।