Noakhali Pic 30_07_16 (3)
নিজস্ব প্রতিনিধি:
‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই আহ্Ÿান জানিয়ে নোয়াখালীতে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মাইজদী টাইন হল মোড ও সূবর্ণচর উপজেলার চরজব্বার থানার প্রধান সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নোয়াখালী শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সভাপতি আবদুল আলীমের সভাপতিত্বে শহরের টাউন হলের মোড়ে প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল আলমগীর, সদর উপজেলার সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন প্রমূখ।
অপরদিকে শিক্ষক সমিতির সূবর্ণচর উপজেলা শাখার সভাপতি বাবু শিমুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শহীদ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান।