pc1

কোম্পানীগঞ্জ প্রতিনিধি,
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট একাডেমীর সাবেক অধ্যক্ষ মরহুম শরিয়ত উল্যাহ ফুটনের মৃত্যুতে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বসুরহাট একাডেমী মিলনায়তনে উক্ত শোক সভা অনুষ্ঠিত হয়।

বসুরহাট একাডেমী পরিচালনা পরিষদের সভাপতি খাজা আবুল খায়ের এর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, বসুরহাট একাডেমী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি, সদস্য ও নোয়াখালী কন্ঠের প্রধান সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু,

বসুরহাট পৌরসভার কর্মকর্তা করিমুল হক সাথী, কর্ডোভা একাডেমীর অধ্যক্ষ ইসমাইল হোসেন সিরাজী, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, শাজেদা আক্তার, মরহুমের বড় ভাই বাদল, মাওলানা নেয়ামত উল্যাহ, অভিভাবক আজিজুর রহমান, ৮ম শ্রেণীর ছাত্রী রাবেয়া আক্তার, পারভীন সুলতানা প্রমূখ।