12688389_227777140897401_5744874425695774490_n-e1455779352406

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছাত্রছাত্রী বহনকারী জাহাজমারা মডেল একাডেমির একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ওছখালী-জাহাজমারা প্রধান সড়কে এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহত শিক্ষার্থীদের নামপরিচয় পাওয়া যায়নি। তবে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা মডেল একাডেমি ছুটির পর ছাত্রছাত্রীরা একটি স্কুল বাসে করে রওনা দেয়।

পথে স্কুল থেকে আধা কিলোমিটার পার হওয়ার সময় ওছখালী-জাহাজমারা প্রধান সড়কে ওই স্কুল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে উল্টে যায়। এতে বাসের মধ্যে থাকা ২০ জন শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

জাহাজমারা মডেল একাডেমির পরিচালক সাইফুল মাওলা তছলিম সড়ক দূর্ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।