1

নিজস্ব প্রতিনিধি:
পুরোহিত-সেবায়েত হত্যা ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার চক্রান্ত বলে মন্তব্য করে বাংলদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা মনে করে পুরোহিত ও সেবায়েত হত্যা করে ভারতের সাথে বাংলাদেশের সু-সম্পর্ক নষ্ট করবে তারা বোকার স্বর্গে বাস করে।

জঙ্গি ও সন্ত্রাসী হামলা বিষয়ে মন্ত্রী বলেন, গত কয়েকদিনের মধ্যে ৩-৪টি ঘটনা ঘটিয়েছে। গুলশান ও শোলাকিয়ার ঘটনায় আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। এটি আমাদের জন্য অপ্রত্যাশিত। বাংলাদেশের যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে। সেখানে এরকম হামলা একটি সুপরিকল্পিত ঘটনা। যারা বিগত নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছিল, যারা আন্দোলন করে ব্যর্থ হয়েছে, তাদের সরকার হটানোর চক্রান্ত আছে। দেশকে অস্থিতিশীল করতে চায়।

আজকে তারাই এ চক্রান্তের সাথে জড়িত। তদন্তে আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে। আমাদের মধ্যে উদ্বেগ কাজ করছে এটা সত্য নয়। তবে আমরা বীরের জাতি, আমরা মাথা নত করতে জানি না। আঘাত আসবে, আমরা সে আঘাত বীরের মতই মোকাবেলা করবো।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিরাজপুর ইউনিয়নের যোগিদিয়া জয় কালী বাড়ী মন্দির সেবায়েত শিবক প্রসাদ চক্রবর্তী ও আর্শীবাদ মন্দিরের সেবায়েত লিটন ঠাকুরকে চিঠি দিয়ে জবাই করে হত্যার করার হুমকি প্রদানের ঘটনায় বসুরহাট শ্রী শ্রী জগনাথ মন্দিরে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, হুমকি দিয়ে পুরোহিত ও সেবায়েত হত্যার চক্রান্ত সফল হবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সব মন্দির এলাকায় সবাইকে নিয়ে একটি প্রতিরোধ কমিটি ঘটন করতে হবে। তবে এ চক্রান্ত রুখে দেয়া যাবে।

তিনি বলেন, আঘাতপ্রাপ্ত হয়েছি। তবে আমরা ভেঙ্গে পড়িনি, আমাদের মনোবল অটুট আছে। হিন্দু ধর্মাবলম্বীদেরকে মোবাইলে হুমকি দিচ্ছে, চিঠি দিয়ে হুমকি দিচ্ছে, এগুলোর বাস্তবতা কতটুকু তা আমরা খতিয়ে দেখব। হিন্দু সম্প্রদায়ের লোকেরা বাড়ী-ঘর ফেলে ভারত চলে গেলে তাদের জায়গা সম্পদ দখল করবে। অনেকের এ ধরনের মনোভাব রয়েছে। তাদের এ মনোভাব কোনদিন সফল হবে না।

02

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরনবী চৌধুরী, শ্রী শ্রী জগনাথ মন্দিরে সভাপতি নির্মল কান্তি দে ও সেক্রেটারী অরবিন্দ ভৌমিক, বিমল কর্মকার প্রমুখ।