30854

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক মাদক সেবককারীকে ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানাযায়, মঙ্গলবার বিকেলে চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইসলামিয়া মার্কেট থেকে কোম্পানীগঞ্জ থানার এসআই সৈকত দাশ গুপ্তের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ডের রফিকুল ইসলাম রিয়াদকে (১৯) মাদক সেবন করা অবস্থায় গাঁজার পুরিয়াসহ আটক করে। বুধবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে রিয়াদকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।