Noakhali News 20-07-2016 Images -2

নিজস্ব প্রতিনিধি:
জল আছে যেখানে মাছ চাষ সেখানে এই স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬। সকালে জেলার বিআরডিবি মিলনয়ানত থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়কের সড়কে প্রদক্ষিণ করে আবার বিআরডিবি মিলনয়ানত এসে শেষ হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বিলকিছ তাহমিনার সভাপতিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপেজলা চেয়ারম্যান সিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, বিশিষ্ট মৎস্য চাষী মিয়া মোহাম্মদ শাহাজাহান’সহ উপজেলার মৎস কর্মকর্তার ও মৎস্য চাষীগণ।
Noakhali News 20-07-2016 Images
অনুষ্ঠানে বক্তারা বলেন আমরা যেভাবে নিজের সন্তানকে লালন পালন করি ঠিক সেই ভাবে মৎস্য চাষ করে মাটে ভাতে সোনার বাংলার গড়ার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারী, শ্রেষ্ঠ নার্সারী মালিক, শ্রেষ্ঠ পোনা উৎপাদনকারী, শ্রেষ্ঠ জেলে সংগঠন ও শ্রেষ্ঠ উদোক্তাকে পুরষ্কৃত করা হয়। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়।