Noakhali -2
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী চর জব্বার ডিগ্রী কলেজ জাতীয় করণ তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এবং সরকারী করণের দাবিতে মিছিল, অগ্নি সংযোগ, রাস্তা অবরোধ করে।

চরজব্বার ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিবাবক মহল ও এলাকাবাসী উদ্দ্যেগে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা কর্মসুচী পালন করে।

Noakhali News Images (2)

শিক্ষা মন্ত্রনালয় কতৃক গঠিত কমিটি যাচাই/বাছাই করতঃ সরকারী কলেজ বিহীন ৩২৫ টি কলেজ সরকারী করণের জন্য নির্ধাণ করে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেরণ করেন।

প্রথম পর্যায়ে ১৯৯ টি কলেজের তালিকা প্রধানমন্ত্রী অনুমোদন করেন যাহা শিক্ষা ডট কম ৩ জুলাই ১৬ ওয়েব সাইটে নামের তালিকা প্রকাশ করেন, তার মধ্যে উপজেলা প্রসাশনিক নীতিমালা অনুযায়ী চরজব্বার ডিগ্রী কলেজটি সরকারী করণের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

ইতি মধ্যে শিক্ষামন্ত্রনালয়ে উক্ত কলেজ সমুহের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি হস্তানতর উপর নিষেধাজ্ঞা জারী করেন। কিন্তু উপজেলা থেকে ৫ কিলোমিটার দূরে, যোগাযোগ বিচ্ছিন্ন, শিক্ষা, স্বাস্থ, ক্রীড়া অঙ্গনে পিছিয়ে থাকা সৈকত ডিগ্রী কলেজকে জাতীয় করণ করার লক্ষে উঠে পড়ে লেগেছে।

Noakhali News Images (1)

গত ১৭ জুলাই ১৬ শিক্ষাডটকমে ওয়েব সাইডে শিক্ষা মন্ত্রনালয়ের উদ্ধর্তন কর্মকর্তা নাম প্রকাশ্যে অনিচ্ছুক চর জব্বার ডিগ্রী কলেজের স্থলে, উপজেলা সদর থেকে ৫ কিলো মিটার দূরত্বে সৈকত ডিগ্রী কলেজের নাম প্রকাশ করে এতে ক্ষোভে ফুঁসে উঠে চরজব্বার ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিবাবক মহল ও সুধীজন ও এলাকাবাসী।
বিক্ষোভকারীরা চর জব্বার ডিগ্রী কলেজটি জাতীয় করণ সিদ্ধান্ত বহাল রাখা জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রনালয়, সহ সংশ্লিষ্ঠ সকলের দৃষ্টি আর্কষন করছেন।