image_37372_0
নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে টনের্ডোর আঘাতে অন্তত অর্ধশতাধিক কাঁচা বাড়ীঘর লন্ডভন্ড হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১৫ জন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এলাকাগুলোতে টনের্ডো আঘাতহানে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে হঠাৎ করে সকালে উপজেলার জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে আঘাতহানে টনের্ডো। এতে জাহাজমারা ইউনিয়নের ৩ ও ৯নং ওয়ার্ডের অন্তত ৩০টি এবং সোনাদিয়া ইউনিয়নের ১, ২, ৪ ও ৭নং ওয়ার্ডের অন্তত ২০টি কাঁচাঘর বাড়ী লন্ডভন্ড হয়ে যায়। এসময় ছুটোছুটি করতে গিয়ে গাছের ডাল পড়ে আহত হয়েছেন অন্তত ১৫জন।
এছাড়াও টনের্ডোর আঘাতে দু’টি ইউনিয়নের অনেক গাছপালা ভেঙে গেছে।
জাহাজমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মাছুম বিল্লাহ্ ও সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম মালেশিয়া টনের্ডোর আঘাতে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।