Nk-692-768x809
কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় গুচ্চগ্রামে নদী ভাংগনে ১৯ বছর পূর্বের মৃত একটি লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় এলাকাবাসীর কাছে জানা যায় লাশটি একজন কোরআন হাফেজের ছিল। তার নাম আবুল ফারাহ (ছোট হাফেজ) ১৯ বৎসর আগে ইন্তেকাল করেন।

বুধবার সকাল ১০ টায় নদী ভাংগনের ফলে লাশ দেখে এলাকাবাসী।

 

Nk-693
এই ঘটনা গচ্ছু গ্রাম বাজার মাসজিদের পাশে। ওনার বড় ভাই ট্রেন হাফেজ নামে পরিচিত।

অবশেষে এলাকা বাসী লাশটিকে ২য় বার দাফন করে।

নোয়াখালীর পাতা ডেস্ক/জিকেআরটি/১৭/০২/২০১৬