Bmsf  pic
নিজস্ব প্রতিনিধি:
সন্ত্রাস জঙ্গীবাদ দেশ ও জাতির শত্রু, সন্ত্রাসকে না বলুন এ প্রতিপদ্য নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী শাখার উদ্যোগে রোববার সকালে চৌমুহনী পাবলিক হল চত্তরে মাবনবন্ধন অনুষ্ঠিত হয়।

সারাদেশে সাংবাদিক হত্যা ও নিযার্তন বন্ধসহ ১৪দফা দাবীতে নোয়াখালী শাখার সভাপতি মানিক ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চৌমুহনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এম রফিজুল হক, সাবেক সভাপতি দৈনিক সচিত্র সম্পাদক আমিরুল ইসলাম হারুন, এনটিভির ষ্টাফ রিপোটার মাসুদ পারভেজ, সাংবাদিক এস এম জামাল, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সম্পাদক মোজ্জামেল হোসেন কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোফাজল হোসেনটিপু, আবুল কালাম আজাদ ভূঁইয়া, সাহাব উদিন, রিপন মজুমদার, সোলেমান, মাহবুবুর রহামান, নাজিম উদ্দিন মিলন, মো: সোহেল, জয়নাল আবদীন সাদ্দাম, মাহফুজসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রন্টি মিডিয়ার সাংবাদিক বৃন্দ।#