13709449_1210233859021501_469639414_o

নিজজ্ব প্রতিনিধিঃ
লক্ষীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ উপজেলার আমানী লক্ষীপুর বেগম হামিদা উচ্চবিদ্যালয়ে গন সংবধর্না ও পরিচিতি সভা শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বেগম হামিদা উচ্চবিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এ,কে,এম শাহজাহান কামাল । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা যুবলীগের অন্যতম সদস্য মো: মাসুদুর রহমান (শিপন)।

13730566_1210234589021428_479333006_o

আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, চন্দ্রগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান। জেলা মুক্তিযুদ্ধা ভাইস কমান্ডার জয়নাল আবেদিন, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জনাব নিজাম উদ্দিন। ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। ৯নং খিলপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন। বেগম হামিদা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য জালাল আহম্মেদ, বাবু চিত্তরঞ্জন ও অন্যান্য সদস্যবৃন্দ। আমানী লক্ষীপুর ওয়ার্ড মেম্বার আবদুর রহমান। দক্ষিন দেলিয়াই ওয়ার্ড মেম্বার মো: জসিম উদ্দিন। রতন, মাহাফুজ, জুয়েল, শওকত, বাবু, রাকিব, সুমন, রাজু, ইসমাইল, রাব্বী, হাছান, বিপ্লব, নেছার আহম্মেদ, রবিন, শুভ, সবুজ, বাবলু, মতিন।

বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল কামাল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সহ বক্তারা বিদ্যালয়ের নতুন ভবন, পুরনো ভবন মেরামত ও বিভিন্ন উন্নয়ন কাজ করার জোর দাবী জানান। বক্তব্যে মাননীয় প্রধান অতিথি, বিদ্যালয়ে নতুন ভবন, বিদ্যালয়ের সংস্কার কাজসহ বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসাসহ উন্নয়নমূলক সকল কাজ করার প্রতিশ্রুতি দেন।