1468693852_dhorson
নোয়াখালীর সেনবাগে স্কুল ছাত্রী ধর্ষনের চেষ্টা করেছে মামুন নামে এক লম্পট। ঘটনাটি সেনবাগ পৌর শহরের উত্তর কাদরা ব্যাপারি বাড়ীর আলমগীর মিয়ার নতুন বাড়ীতে ঘটে।

মানুন ঐ এলাকার মৃত আলমগীর হোসন আবু পুত্র ।

এ ব্যাপারে জাফর মিয়া বাদী হয়ে থানা মামলা করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, বৃহষ্পতি সকালে উপজেলার কাদরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর এক ছাত্রী বিদ্যালয়ের আসার পথে উত্তর কাদরা ব্যাপারি বাড়ীর আলমগীর মিয়ার নতুন বাড়ীর সামনে আসা মাত্রই ঔ এলাকার আলমগীর হোসন আবু পুত্র লম্পট মামুন ছাত্রীকে জোর পূর্বক বসত ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায় । এ সময় তার চিৎকারে আশ পাশের লোক জন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে তার মামা জাফর মিয়া বাদী হয়ে সেনবাগ থানায় একটি  মামলা দায়ের করে করেছে। মামলা নং-৯।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ চৌধুরী নোয়াখালীতে মিটিং থাকায় কথা বলতে পারে নি।