image_248407.rape2-655x360
সোনাইমুড়ী প্রতিনিধি:

সোনাইমুড়ীতে স্বামীর পরক্রীয়া প্রেমে বাধা দেওয়ায় পাষন্ড স্বামী লাথি মেরে হত্যা করেছে গৃহবধু রোকসানা আক্তারকে (১৯)। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউ.পির আফুলশী গ্রামের বড় বাড়ীতে।

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর গ্রামের আবুল কালামের মেয়ে রোকসানা আক্তারকে বিগত দেড় মাস পূর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক পার্শবর্তী আফুলশী গ্রামের রহমত উল্যার ছেলে আলতাফ হোসেনের সাথে বিবাহ হয়। বিয়ের সময় তার পিতা যৌতুক হিসেবে ১ লক্ষ ২০ হাজার টাকা মেয়ের জামাইর পরিবারকে দেয়।

বিয়ের কিছু দিন অতিবাহিত হওয়ার পর স্বামী তার মোবাইলে অন্য মহিলার সাথে কথা বলাকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে স্বামী স্ত্রী রোকসানা আক্তারের তল পেটে লাথি মারলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার আত্ম চিৎকারে বাড়ীর লোকজন এসে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে সোনাইমুড়ী থানার এস.আই সাইদ মিয়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পতিশ গ্রামের মজুমদার বাড়ীতে আবদুর রহিম (৬০) একা ঘরে ঘুমিয়েছিল। রাত ১২ টার দিকে বাড়ীর অন্যান্য লোকজন ঘরে আওয়াজ শুনে ভিতরে প্রবেশ করে দেখেন তার মৃত দেহ। খবর পেয়ে সোনাইমুড়ী থানার এস.আই আবদুল আলী লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। সোনাইমুড়ী থানার এস.আই আবদুল আলী জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। নিহত আবদুর রহিম ইতি পূর্বে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। তার পূর্বের নাম গোপাল চন্দ্র মজুমদার, পিতা: মৃত হেমন্ত কুমার মজুমদার।