Companigonj Noakhal Obaidul Kader pic_(3)

মু গোলাম কিবরিয়া রাহাত:
সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা চাই জাতীয় ঐক্য, জনগণের ঐক্য। বিএনপি আজ যে ঐক্য চান, সেই ঐক্য নয়, তাদের ঐক্যের প্রধান লক্ষ্য হচ্ছে সরকার হটানো। বিএনপি ঐক্যের নামে সরকার হটাতে চায়, এ মহুর্ত্বে যে ঐক্য দরকার তা হলো সম্প্রাদায়িক উগ্রবাদ হটানোর ঐক্য। আজকে যারা ঐক্যর নামে সরকার হটানো প্রধান টার্গেট মনে করছেন সেটা এ মহুর্তে¡ সম্ভব নয়। সরকার পরিবর্তন হবে আরেকটা নির্বাচনের পর।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, পরবর্তি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে আপনারাও প্রস্তুত হউন। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। অন্য কোন উপায়ে সরকার পরিবর্তন হওয়ার কোন সুযোগ নেই।

আক্রমন আসতে পারে, আঘাত আসতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভেঙ্গে পড়েননি। আমরা প্রতিরোধে আছি। আমরা প্রতিরোধ করবো। আমরা মোকাবেলা করবো। হুমকী ধুমকীকে আমরা ভয় পাই না। শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্যের মাধ্যমে জনগণকে নিয়ে উগ্রবাদ প্রতিরোধ করবো।

Companigonj Noakhal Obaidul Kader pic_(4)

তিনি শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ঘুর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত ও গরীব অসহায়দের ৫২০বান মাঝে টেউটিন, নগদ ১৫লাখ ৬০হাজার টাকা, প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইল চেয়ার, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, মসজিদের জন্য অনুদানের চেক বিতরণ এবং ২০টি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, নোয়াখালীর জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরনবী চৌধুরী, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম তানভীর প্রমূখ।