1456922339
নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালী পৌরসভার সোনাপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১২টি দোকানের মুল্যবান মালামাল পুড়ে অন্তত আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে সোনাপুর পৌর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে সোনাপুর পৌরবাজার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জামাল নাছের লিটন জানান, রাতে পৌরবাজারের একটি দোকান থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহুত্বের মধ্যে আগুন পাশে ছড়িয়ে পড়লে ৫টি স্টেশনারি, ৪টি কাপড়, ১টি মুদি, ১টি ক্রোকারিজ ও ১টি সেলুন দোকান সম্পূর্ণ পুঁড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাইজদী ফায়ার সার্ভিসের টিম লিডার নূর নবী জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১২টি দোকানের মালামাল পুঁড়ে প্রায় সাড়ে ৬লাখ টাকার ক্ষতি হয়েছে। ২০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রেপাত হয়েছে।