Photo sonaimuri 3 Model School

সোনাইমুড়ী প্রতিনিধি:
সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গতকাল বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা হোসেন।
নির্বাচন পর্যবেক্ষন করেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: নিকারুজ্জামান, পৌরসভা মেয়র মোতাহের হোসেন মানিক, থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী হানিফুল ইসলাম, সোনাইমুড়ী কলেজের গভর্নিং বডির সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় প্রধান শিক্ষক মো: সামছুদ্দিন সহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ। নির্বাচনে ১৯০৭ জন ভোটারের মধ্যে ১২০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটারদের প্রত্যক্ষ ভোটে বিদ্যালয় অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন, আব্দুর রহমান মাষ্টার, মিজানুর রহমান বাবুল, জালাল আহমেদ, দেলোয়ার হোসেন বখতিয়ার।