12742560_1101156359929252_4547428875384097248_n

নোয়াখালীর পাতা ডেস্ক:
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক জাহ্ঙ্গাীর আলম বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, বেকারত্ব দূর হয়, ঘরে ঘরে বিদ্যুৎ পায়, সন্ত্রাস চাঁদাবাজি দূর হয়।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে জনগন আসন্ন ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে।
তিনি বুধবার সকালে চাটখিল উপজেলার সোমপাড়া উচ্চবিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন পাকা সড়কের নামফলক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধার অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

12742510_1101156503262571_745579440622372835_n

সোমপাড়া ইউনিয়ন আওয়ামীলগের সাধারণ সম্পাদক শাহজাদা ইকবাল এর পরিচালনা ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল এর সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ উল্যাহ,

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহ্ঙ্গাীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডিপুটি কমান্ডার মো হাসান, ইউপি চেয়ারমান গোলাম হায়দার কাজল, জেলা যুবলীগ সদস্য মাসুদুর রহমান শিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু মো মহসিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অ্ঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নোয়াখালীর পাতা ডেস্ক/জিকেআরটি/১৭/০২/২০১৬