নোয়াখালী | তারিখঃ July 11th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 433 বার

নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ’সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় অন্তত ২৬টি দোকানে লুটপাট, ২টি দোকান ও ৩টি মোটরসাইকেলে আগুন দেয় সংঘর্ষকারীরা।
রোববার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্নভাবে দুপুর ২টা পর্যন্ত খাসেরহাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. আশ্রাফ (৪০), কামাল উদ্দিন (৩৫) ও ফখরুল ইসলাম (৩০) সহ ২০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাতিয়া পৌরসভার ওছখালী বাজারে উপজেলা আওয়ামী লীগের একাংশের সাধারন সম্পাদক ও চরকিং ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ একটি সমাবেশের আয়োজন করে। দুপুরে মহিউদ্দিন আহমেদের সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশে যাচ্ছিলেন। এসময় মিছিলটি খাসেরহাট বাজারে পৌঁছলে সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মুহিনের বাজারে থাকা কয়েকজন সমর্থকদের ওপর হামলা চালায় তারা। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষকারীরা বাজারের অন্তত ২৬টি দোকানে ভাঙচুর, লুটপাট, ২টি দোকান, স্থানীয় সিদ্দিক মাস্টারের বাড়ীতে ভাঙচুর ও ৩টি মোটরসাইকেলে আগুন দেয়। সংঘর্ষে পুলিশ’সহ অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে রোববার দুপুর আড়াইটার দিকে ইউপি নির্বাচন পরবর্তী বিরোধের জের ধরে হাতিয়া পৌরসভার সৈয়দিয়া বাজার সংলগ্ন নহেল কাউন্সিলরের বাড়িতে হামলা চালিয়ে আশ্রাফ নামের এক আ’লীগ কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সমাবেশে যোগদিতে যাওয়া সোনাদিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মালোশিয়ার সমর্থকরা। পরে স্থানীয়রা গুরুতর আহত আশ্রাফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষকারীদের ইটপাটকেলের আঘাতে তিনি’সহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান ওসি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply