Snapshot - 5

মু গোলাম কিবরিয়া রাহাত:

বৃহঃবার সকাল সাড়ে আটটায় নোয়াখালী পৌর কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়ছে। এতে প্রায় কয়েক শতাদিক মুসল্লির অংশ নেয়।

জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যবসায়ী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতাকর্মী ছাড়াও কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।

Snapshot - 1

ঈদের ২য় জামাত সকাল পৌনে ৯টায় জেলা জামে মসজিদ, শহীদ ভুলু স্টেডিয়াম, সোনাপুর কেরামতিয়া আলিয়া মাদ্রাসা ও পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়ছে।

সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত জেলার প্রায় সবকয়টি ঈদগাহ্ মাঠে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

Snapshot - 6

এসব ঈদের জামাতে দেশের শান্তি ও সম্মৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনা করে মুনাজাত করা হয়। এরপর ঈদগাহ্ মাঠ মুখরিত হয় মিলন মেলা । কাঁধে কাঁধ রেখে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নামাজ পড়তে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা।