13598823_1309895882371975_665639454_n

কবিরহাট প্রতিনিধি:

কবিরহাট- নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে সুবিধা বঞ্চিত পথশিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে করমবক্স বাজার ছাত্র সমাজের উদ্দ্যেগে অর্ধশত শিশুর মাঝে ঈদের নতুন জামা-কাপড়, সেলামী ও মেহেদী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরোত্তমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক, করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান বিএবিএড, করমবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের’সহ ছাত্র সমাজের নেতৃবৃন্দ।