saifuddin-star-1-300x175এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন(ফেনী) ।
এই বিশ্বকাপে মোহাম্মদ সাইফুদ্দিন ৬ ম্যাচ খেলে ৭৫ রান ও ১৩ উইকেট অর্জন করেন। একজন প্রকৃত ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে এই নৈপুণ্য দেখালেন এই ফেনীর কৃতি খেলোয়াড়। নতুন ও পুরনো বলে ইয়র্কার বোলিংয়ে সমান দক্ষহস্ত এ পেসার ডেথ ওভারে ইনসুইং মুভমেন্ট নিয়ে নজর কাটে সবার।
এছাড়াও ফাইনালিস্ট ভারতের সর্বাধিক চারজন খেলোয়াড় রয়েছেন এ তালিকায়। চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও
ইংল্যান্ডের রয়েছেন দুজন করে। এ তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের একজন ক্রিকেটার। সেরা একাদশের অধিনায়কের মর্যাদাটা বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের। উইকেটরক্ষকের গ্লাভস থাকছে ভারতীয় তারকা ঋষভ পান্থর হাতে।