Noakhali Hatia  News 12-07-2015 Images (1)

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে ঠেঙ্গারচর এলাকায় ঝড়ে কবলে পড়ে ডুবে যায় এম.ভি ফারভিন নামের একটি ফিশিং বোর্ড।

বুধবার রাতে হাতিয়া চেয়ারম্যান ঘাঠ থেকে মাঝি-মাল্লাসহ ১৬ জেলেকে নিয়ে মাছ ধরতে যায় মেঘনা নদীতে।

এসময় ১৩ মাঝি-মাল্লা নিরাপদে কূলে ফিরে আসলেও ৩ জেলে নিঃখোঁজ রয়েছে। শনিবার (২জুলাই) সকাল ১০টায় দিকে স্থানীয় লোকজন ও জেলেরা ডুবে যাওয়া বোর্ডটি উদ্ধার অভিযানে নামে। উদ্ধারকরা বোর্ডে আরিফ ও আলা-উদ্দিন নামের ২ জেলের লাশ পাওয়া যায়। মাছুম নামের অপর ১ জেলে এখনো নিঃখোঁজ রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুল হক জানান নিহতদের বাড়ী নোয়াখালী হাতিয়া উপজেলায়।