41872
সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে মেয়াদ বিহীন ও ভেজাল পন্য বিক্রি ও মজুদ করার অপরাধে বিকাল ৩টায় উপজেলার চরবাটা খাসের হাটে ভ্রাম্যমান আদালতে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমান করা হয়।

এসময় আদালত ভোক্তা অধিকার আইন ২০০৯এর ৩৭ ধারা অনুযায়ী দোষী সাবস্ত হওয়ায় মাওলা ষ্টোরকে ৮হাজার ,কিরণ ষ্টোরকে ৫ হাজার ও ইত্যাদি ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো: হারুন অর রশীদ ।