12728861_740877786012231_7447853627019702171_n

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া:
চাকরি জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কমিউনিটি ক্লিনিকে বসে থেকে কর্মবিরতী পালন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ (সিএইচসিপি)। এসময় প্রত্যন্ত অঞ্চল হতে আগত রোগীদের সেবাবঞ্চিত হয়ে ফিরে যেতে দেখা যায়।
হাতিয়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার দাবী আদায় বাস্তবায়ন কমিটির সেক্রেটারী মোঃ নুরুন্নবী জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা মঙ্গলবার শেষদিন কর্মবিরতী পালন করি। ১৭ ফেব্র“য়ারি দাবী আদায় না হলে ১৮ ফেব্র“য়ারি পূর্ণদিবস কর্মবিরতী পালন করা হবে বলে তিনি জানান।