DSCF6339-620x330

নোয়াখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল বলেছেন- বাংলাদেশের প্রাচীনতম জেলা নোয়াখালীর ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ নোয়াখালী পৌরসভার যানজট, জলজট ও অবৈধ স্থাপনাজট মুক্ত করে একটি আধুনিক পৌরসভা গড়ে তুলবো।

রবিবার (২৬ জুন) দুপুরে নোয়াখালী পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাভীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, কাউন্সিলর ফখরদ্দীন মাহমুদ ফখরুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের, মিয়া মোহাম্মদ শাহজান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিএস কাশেম, জেলা যুবলীগের আহবায়ক ইকবাল করিম তারেক, সোনাপুর সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে পৌরভার সচিব খান মোহাম্মদ ফারাভী আনুষ্ঠানিক ভাবে নব-নির্বাচিত মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেলের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।